দুই নিলীমা  (19-09-2020)
রণজিৎ মাইতি
-------------
হয়তো যেখানে গ্রীষ্মের ছোঁয়া,তুমি সেথা ছুঁয়েছো বসন্ত !
কিংবা যেখানে ছড়িয়ে সবুজ,তুমি সেথা হয়েছো অবুঝ!


ব্যস্,এটুকুই দ্বি-চারিতা তোমাতে আমাতে
এটুকুই চরণচারণ দুটি নিলীমাতে


তাই যাহাকে আমি মাতৃভাবে পূজা করি,তুমি তাহাকেই ভেবেছো কামিনী।
যখন আমি উত্তুরে হাওয়া,তুমি তখন চুড়ান্ত দক্ষিণী!