দুঃখ  (10-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
চেষ্টার পর আবারও চেষ্টা,হাজারো চেষ্টার পরও---  
তবু সুখের ছবি আঁকতে গিয়ে দুঃখের ছবিই আঁকি
শেষে গভীর বিষাদে ছিঁড়ে ফেলি ক্যানভাস কুটিকুটি করে  


এদিকে পাহাড় প্রমাণ ছেঁড়া কাগজের টুকরোয়
ঢাকা পড়ে যায় মুখ,চোখ,সারা শরীর
ঘামে ভিজে গেছে সমস্ত পোশাক


এবার উদ্বিগ্ন মুখে দাঁড়াই আরশির সামনে
না,ভাবনায় কোনও ভুল নেই
হৃদকাননে সদ্য ফোটা গোলাপটিও কীটদংষ্ট্র,মলিন


একটা একটা করে কাগজগুলো আবার জোড়া দিই
ক্যানভাস জুড়ে চিত্রার্পিতের মতো স্থির আমারই মুখ
হায়!এই চাঁদমুখ দেখার কি কোনও প্রয়োজন আছে ?