ডুমুরের ফুল (27-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
আচরণবাদের কখনও চর্চা করিনি
বিশ্বাসের ভিতও তেমনই নড়বড়ে
অথচ প্রত্যাশার পারদ চড়তে চড়তে ছুঁয়েছে আকাশ
যেনো উচিত-অনুচিত প্রশ্নে স্বয়ং ধীমান
অন্ততঃ সন্তান ও পরিবার ফুলের মতো ফুটুক,ঝরুক  


যারা দেখে শেখে
সফলতার ভাবনা কি সেখানে স্বাভাবিক ?
যদিও এক আকাশ আত্মাভিমান বুকে চেপে বসে !
ব্যক্তি কেন্দ্রীক ঝড়ে টলোমলো পা
যেখানে নেই কোনও পূর্বাভাস,সম্ভাবনা ক্ষীণ
শশবিষাণের খোঁজে হচ্ছি হন্যে
যেনো যেকোনো মহৎ গুণ হাতের নাগালে
এমন গুরুগিরি কি কাউকে মানায় ?  


যারা সগুণ ব্রহ্মের আরাধনা করে
তারা কি বলতে পারে কৃষ্ণের মতো !
স্বতঃই পথ ও মত শতধা বিভক্ত হয়ে সম্মুখ বিস্তৃত
জল সার কীটনাশক ছাড়া কাঙ্ক্ষিত গোলাপ কুঁড়ি মাঠে মারা যায়


হা কৃষ্ণ,হা রাম,হা হতোষ্মি
তাই বুঝি আজ ঘরে ঘরে জন্ম নেয় ডুমুরের ফুল !