দ্বিরুক্তি করিনি  (03-05-2019)
রণজিৎ মাইতি
---------------------
পুনশ্চ আপনি যা বললেন দ্বিরুক্তি করিনি
বরং ভাবি কোনটা চরম কোনটা আপাত
পাল্লা যেদিকে ভারি সেদিকেই চোখ


মলাট বদলে যায় যেকোনো সময়
খোলনলচে কি সুধাধবলিত ?
সাপও খোলস বদলায় বিশেষ ঋতুতে
ছদ্মবেশী রাজা ছড়ায় সুমিষ্ট আতর
দূর্গন্ধই কি প্রণোদিত করেনা সাধু উদ্যোগে!
মৃদু থেকে কটুর দিকে তার যাত্রাপথ


আমিও দ্বিরুক্তি করিনি কখনও  
দ্ব্যর্থ বোধক শব্দে বুনিনি শূন্য মাঠে কবিতার পরিপুষ্ট বীজ
ঋতুমতী নারী জানে এই ব্যথার উপশম একমাত্র  জীবন বেদে
তাই গীতা হাতে মৌলিক স্বরলিপি রচি