এবার ডুব দেবো(14-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
এবার দেবো ডুব সৌন্দর্যের সৌকর্য সীমায়
ডুব নয়,অবগাহন বলা বুঝি সমীচীন হবে
আগেও দিয়েছে ডুব কচুরিপানায় ঘেরা এঁদো পুকুরের জলে
হাতে ডুব,চোখের তারায় ডুব,অধরে অধরে,আর বুকে

হৃদয় সাগরে সাঁতার কাটিনি কখনও
এবারই প্রথম,সেখানে মাংসের গন্ধ নেই
চন্দন চন্দন,চারু,কারু আর শুনি সুললিত কণ্ঠ সুষমা
কে গায় এমন সুরেলা সঙ্গীত ?প্রবাহসম্ভব ?
তরঙ্গ তো সমিধ নয় যে পুড়ে হবে ছাই
সেখানে মা সারদা নিজ হাতে বাজান রবাব
তাই এবার ডুব দেবো সৌন্দর্যের সৌকর্য সীমায়