এই টুকুই চাওয়া(14-01-2019)
রণজিৎ মাইতি
-------------
মরণ ফাঁদে জড়িয়ে গিয়ে
করছি আমরা ছটরফট
মুক্তি কোথায়,কোথায় মুক্তি
খুঁজতে গেলো জীবনভর।


পুঁজিবাদের নিঠুর জালে
পড়ছে গলায় অনড় ফাঁস
আমজনতার শনির দশা
করছে যে তাই হাঁসফাঁস


রাজতন্ত্র করেছি বিদায়
এখন গণতন্ত্রেই আস্থা
সব তন্ত্রেই একই শোষণ
বাঁচার নেইকো রাস্তা


সবাই খাবে,পরবে পোশাক
এমন সমাজই চাই
সাম্য কোথায় সাম্য কোথায়
সামগান আজ গাই


শ্রমিক মালিক নেই ভেদাভেদ
মূলমন্ত্র সাম্যবাদের
তেমন দিনই আসুক দেশে
এটুকুই তো চাওয়া