একদিন যাব চলে (18-08-19)
রণজিৎ মাইতি
-------------
একদিন,আমিও যাব চলে
বিজ্ঞপ্তি বিহীন,অই দিকশূণ্যপূরে
যে পথে বিগত রথের ঘোড়া ছুটে গেছে টগবগ করে
অসমাপ্ত অশ্বমেধ যজ্ঞের আগেই
সেই পথে একদিন হায় আমিও !


কতো দেখা,না-দেখার মাঝে
কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত ঘ্রাণ বুকে বয়ে নিয়ে
একদিন চলে যেতে হবে সময়ের স্রোতে
উঠোনের চড়ুইয়ের মতোই ফুরুৎ


সব কৌশল বৃথা;মিথ্যা কৌতুহল
মায়া প্রপঞ্চে চরম কিছুই নেই;জন্মই মৃত্যুর চূড়ান্ত বাহক
---------
কবিতাটি শ্রদ্ধেয় কবি চিত্তরঞ্জন সরকার মহাশয়ের কবিতার মন্তব্যে গতকাল লেখা । তাই কবিতাটি প্রিয় কবিকেই উৎসর্গ করলাম ।