এখন আমি কি করবো ?(08-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
বলবো বলবো করেও কথাটা বলা হয় না,
অথচ ইচ্ছেশেকড় দিনে দিনে চারিয়ে গেছে হৃদয়ের গভীরে ।
একদিন এক বুক সাহস নিয়ে বলে ফেলি মনের কথা।
হায় !ততদিনে প্রিয় পাখিটি অন্য একটি সবুজ ডালে বেধেছে নিজস্ব বাসা ।


এখন আমি কি করবো ?
বাথরুম থেকে অ্যাসিডের বোতলটা নিয়ে ঘাপটি মেরে বসে থাকব রাস্তার ধারে ?
প্রেম তো সে কথা বলে না,
নাকি নিজেই ছুটে যাব চলন্ত যন্ত্রদানবের দিকে !
জীবনও কি সেকথা বলে ?


শেষে বাগানে প্রস্ফুটিত গোলাপের দিকে নিষ্পলক তাকিয়ে থাকি,
হে মহাজীবন এবার বলে দাও আমার পথ।