এখন ছায়াও দেখিনা (08-07-2017)
রণজিৎ মাইতি
-------------------


এখন ছায়াও দেখিনা,
আলো আছে তবু ছায়া নেই !
অশরীরী হয়ে গেছে ,
কিভাবে বা পাব বলো তাকে ?


পাতা ঝরে গেলে তবু শাখা-প্রশাখার ছায়া
সূর্যের অবস্থানে বড় ছোট দেখি ।


মাথায় উপরে রবি এলে--
ছায়া এসে পায়ে তে লুটায় ।


উলটে পালটে দেখি অতীতের পাতা
দেহ ছিলো,ছিলো রক্ত,মাংস,হাড় ।
হাড় জিরজিরে হোক,তবু-- ।
বলো ছিলো কী ছিলোনা ?


বাজারে বাজারে ঘুরি,
সম্ভারের অভাব দেখিনা।
উৎপাদন কারা করে,ছায়া ?
জানি তা অমোঘ,নির্ঘোষ ।
তবুও ছায়া শুধুই ছায়া ।