এখন এমন দিন (29-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
যে অশরীরী সমাজ আজও সম্মান করে
যে জীবিকা মানুষ শ্রদ্ধার আসনে বসায়
কারবারি চোখ সেখানেই করে চকচক  
দেখি বিড়াল তপস্বীতে ভরে গেছে দেশ


জাতির জনকের ছবি সামনে রেখে
হাওলা গাওলা সারদা নারদা প্রকাশ্য
মাইক্রোফোনি জীবী মাতাচ্ছে সভামঞ্চ
জয় রাম জয় হনু মুখে নিচ্ছে দেহ সুখ
গেরুয়া অঙ্গে অশরীরী বিবেকানন্দ


অন্ধকার ঘরে কাঁদছে বিদেহী আত্মা
স্বপ্ন খানখান হচ্ছে কাচের টুকরোর মতো
গঙ্গা দিয়ে বহতা জল এখন পেটেন্ট
চশমার ফোকাস বিদেহীর দেহে
ফুলেফেঁপে কলাগাছ হচ্ছে সুইসব্যাঙ্ক
পূর্ণিমার আকাশে ঘোর অমাবস্যা