এখনও বাংলার বুকে উৎসব আসেনি
রণজিৎ মাইতি
-------------

এখনও বাংলার বুকে উৎসব আসেনি,
ফোটেনি কাশ,শেফালিকা।
আকাশ জুড়ে নেই মিঠে রোদ।
রাস্তার নেড়ি কুত্তাগুলো রতি তাড়নায় ঝরাচ্ছে নাল।
তবু তিনি বলছেন উৎসবে ফেরো!

এখনও বাংলার বুকে উৎসব আসেনি,
মরসুমি হাওয়ায় তাজা রক্তের তীব্র আঁশটে গন্ধ।
প্রকাশ্য রাস্তায় শকুনের উল্লাস নৃত্য,
তবুও তিনি বলছেন উৎসবে ফেরো!

এখন যে উৎসবের সময় নয় কে বোঝাবে?
একটা পেঁয়াজের বুকে ছুরি ঢোকালেই চোখে জল আসে;
এখন হাজার হাজার অভয়ার বুকে চকচকে চাকু,
তাদের চোখে কেবল অশ্রু নয়,এখন রক্ত গড়াচ্ছে,
ফিনকি দিয়ে রক্ত ঝরছে!