একটা চুম্বন দিও (12-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
একটা চুম্বন দিও
কবিতা লিখি না আমি
কবিতা রচনা করি নিভৃত লোকে
এতোটাই মুদ্রণের খরচ বেড়েছে  
তাই প্রতিচুম্বন আঁকি


একটা চুম্বন দিও
বসন্ত এঁকে রাখি জানালার ফাঁকে
কৃষ্ণচূড়ার শাখে জ্বলুক আগুন
ফাগুন এলেই পলাশের ডালও পলাশে পলাশ
কবি নই,নবি নই,আমি চিত্রকর


প্লিজ একটা চুম্বন দিও
অমাবস্যার রাতে আঁকি পূর্ণিমার চাঁদ
জ্যোৎস্না কেনে না কেউ,ভেদ করে আলো প্রকৃত রসিক
মাগনায় পেলে কেনা চায় বাড়ি নিয়ে যেতে
বিষ ছাড়া প্রকৃত বিষয় সব কিছু


আসলে মুদ্রণের খরচ বেড়েছে
তাই কবিতা লিখি না আমি
একটা চুম্বন দাও,প্রতিচুম্বন আঁকি