একটি তারার মৃত্যু  (23-04-2017)
রণজিৎ মাইতি


শুনি মৃত্যুর পর আকাশের তারা হয়ে যায়।
মাঝে মাঝে ভালো লাগে জেনে--
একদিন আমিও আকাশের সভ্য হব ভেবে।
আজ দেখি ঠিক উল্টোরথ,
ঝরে পড়ছে টুপ টুপ করে--
আকশে যত তারা আছে।


আমি এক এক করে--
কুড়োতে কুড়োতে পাই,
পূর্ব পুরুষের গন্ধ।
কালপুরুষ হাতে আমি,
তারে যুগপুরুষ বলি।
হাঁ আমাদের আদরের নরেন।
ধ্রুব তারা ধ্রুব সত্যের প্রতীক।
এই পৃথিবীতে খুব কম লোক আছে
সত্য কথা বলে,
তাই ধ্রুব তারা কাছে রাখি
তাকে প্রশ্ন করি সোনালী কে চেন?
সে ছিল আমার প্রণয়ী ।
চেন তাকে চেন?
বয়স বেশী নয় বাইশ কি তেইশ,
আমি তখন ছিলাম বেকার।
চারপাশে কারখানা বন্ধ সব!
কাজ কোথা পাই?
তাই ওর বাবা মা রাজি নয়
মেলামেশা করি।
কলেজ ছাড়া করা হলো,
হলো ঘর বন্দি।
সেই প্রতিবাদে
কালকূট মুখে নিয়ে নীলদেহী হল।


আজও আমি খুঁজে মরি
অসংখ্য তারার মাঝে
কোথা আছো সোনালী আমার
আমার সোনালী,আমার সোনালী।