একদিন চলে যেতে হবে  (17-02-2018)
রণজিৎ মাইতি
- -------------------
জানি একদিন চলে যেতে হবে
ইচ্ছে অনিচ্ছের কোনও দাম নেই
এই চাঁদ,এতো এতো তারা,ছায়াপথ
সমগ্র আকাশ সেদিনও জেগে রবে চোখের সামনে
জেনে যাবে একজন চলে গেছে প্রাক্তনের দলে
সেখানে কি দলাদলি আছে ?


সেদিনও পাকা শস্য ঢেউ খেলে যাবে প্রভাতী হাওয়ায়
বিকেলের মিঠেকড়া রোদে পাখি এসে খুঁটে খুঁটে খাবে কীট
গঙ্গা ফড়িং এর সাথে ফিঙের হবে লুকোচুরি খেলা
গোধূলিতে একপাল মশা দলবেঁধে উড়ে যাবে মাঠের উপর
রঙবেরঙের ডানা মেলে প্রজাপতি উড়ে যাবে বিকেলের ফোটা ঝিঁঙে ফুল হতে ফুলে
সেদিনও হলদে পরাগ লেগে আছে পায়ে ও ডানায়
যদিও সবকিছু ছেড়ে ছুঁড়ে একদিন চলে যেতে হবে অজানা জগতে ।


কিছুই করার নেই,যেতে হবে যাবো
স্বপ্নের ভেলায় ভেসে প্রিয় জনে ছুঁয়ে ছুঁয়ে স্পর্শের স্বাদ বুকে বয়ে আমি চলে যাবো ।