এনট্রপি (27-09-2018)
রণজিৎ মাইতি
- -------------------
ফিরে গেলাম কলেজ জীবনে;
ক্লাসে ডায়াসের উপর দাঁড়িয়ে--- থার্মোডায়নামিক্স বোঝাচ্ছেন প্রফেসর ডি.ব্যানার্জি।
এদিকে আমার ভেতরে ভেতরে চলছে এনট্রপি !


চোখের সামনে ভেসে উঠছে চিত্রকল্প;  
স্যারের লেকচার এক কান দিয়ে ঢুকে বেরিয়ে যাচ্ছে অন্য কান দিয়ে।
বাস্তবে আমার চোখ ঘুরছে থিওরি মেনে,মনোসংযোগ ষোল আনা !
সবার সামনে রচিত হচ্ছে নির্বাক কবিতা;
অথচ কেউ কি বুঝতে পারছে এই সৃজনশীলতা !


আসলে সব কবিতা সবার জন্যে নয় ,
সেদিন ক্লাসে পারমিতা ছাড়া কেউ বোঝেনি পদ্যের ভাষা
তাপগতিবিদ্যার নিয়ম মেনে এগিয়ে চলে ঘটমান বর্তমান!