ইশারায় ডাকে(14-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
শৈশবে ফিরে যাই,
মাঝে মাঝে শৈশব ডাকে ইশারায়
আমার সঞ্চয় নেই,প্রথাগত।
কেউই রাখেনি হাত মাথার উপরে,তথাগত?
শরনং গচ্ছামি করতে করতে ফিরে যাই শৈশবে
সে আমাকে বারবার ডাকে আকারে ইঙ্গিতে


এখন কাছেপিঠে বন্ধু কি আছে ?
মুখেই যেটুকু ভাব-ভালোবাসা,উপর উপর। স্বার্থের সংঘাতে টেকে না সেটুকুও
অসহ দহনেও রোদে রোদে ঘুরি জঠর জ্বালায়
কাছে এসে কেউ কি হাত রাখে পিঠে,মাথার উপরে,কপালে-কপোলে ?

অথচ সেখানে অনেক বন্ধু,অনেক সঞ্চয়
নুড়ির পাহাড় থেকে কতো আর নুড়ি নেবো,করকচ !
দাসেদের বাগানের চুরি করা আম লুকিয়ে রেখেছি পাহাড় গুহায়
আর প্রিয় নৌকোটা,হোক কাগজের
ভরা কেলেঘাইয়ের বুকে আশার প্রদীপ ভেবে
এবারও ভাসাবো ।