ইষ্টনাম  (25-03-2019)
রণজিৎ মাইতি
-------------
কে বলে অমানিশায় ঢাকা এই সবুজ গ্রহটি !
গ্রহণ সেও কি দেয় না ঠেলে আলোর উৎসমুখে ?


কালের খরস্রোতে কখন যে ধরা দেবে কলাবতী প্রেম
কেউই জানে না
কিংবা ধৈর্যের বাঁধ কতোটা পোক্ত হলে উপভোক্তা আমরণ অনশন করে


যারা চিলিফিস মুখে সুখনিদ্রা দেন
অথবা অক্টোপাশ হয় ককটেল পার্টির চাট
তারা ভিন গ্রহের বাসিন্দা


আমি বারান্দায় দাঁড়িয়ে আজও আলো আঁধারিতে জপ করি ইষ্টনাম
সেখানে রাম নেই,রহিম নেই,এমনকি যিশুও
শুধুই মানুষ ও আলো একাকার