ইস্তেহার (08-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
ইস্তেহারের কথা থাক
সময়ই জন্ম দেয় বিচিত্র রঙ  
সে ইঙ্গিত তুমিও পেয়েছো,আমিও
আর কিভাবে ফিকে হয় এই চড়া রঙ


এই তো সেদিন দুপুরে ভাত চাইতেই
আচ্ছা করে দিলে মুখ ঝামটা
জলের কথায় ঘাঁটলে পুরনো কাসুন্দি  


অথচ প্রস্তাবনায় কিছু রোদ ছিলো,বৃষ্টিও
বিনিময়ে আমিও দিয়েছি সুবাতাস
তবুও শেষ বিকেলে উন্মত্ত ঢেউগুলো   বালুকাবেলায় এসে সম্পূর্ণ বিলীন  


ফতুরের কি নিজস্ব ব্যকরণ থাকে ?
অবশ্য আজও শখের মিজরাব পরেই বাজাই সেতার