ইতি
জন্মকথা(04-02-2019)
রণজিৎ মাইতি
-------------
না,আমার কোনও জন্মদিন নেই!এ শরীর বহমান শাশ্বত নদীর মতন।জল আছে,জরা? কালের গহ্বরে আছে উতল তরঙ্গ,দুই পাশে পাড় আর নিচে কিছু চোরা বালি।


উৎস মানে জন্ম নয়,জন্মের স্থান।যেমন গঙ্গোত্রী,যার অভিমুখ সাগরের দিকে!সেখানেই শোনা যায় ওঙ্কার ধ্বনি;ওম শান্তি ওম কিংবা ওঁ হরি ওঁ।


আর তিরতির বয়ে যাওয়া নদীটিও জানে জলের অপর নাম আদতে জীবন।যা এক যোনি থেকে আর এক যোনি মুখে উৎসারিত আলো রূপে কিরণ ছড়ায়!