গড্ডালিকা প্রবাহ (01-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
ফাঁস হওয়ার গল্প প্রকাশ্যে আসে,আসেনা--
শিকড়ের কথা,তার মূল,উপমূল
কতোটা গভীরে গভীরে তার বিস্তার


একটু হইচই,তদন্ত কমিটি
তারপর---- ??


গড্ডালিকা প্রবাহে ভেসে যেতে যেতে  
ঘোলা জলে মাছ ধরার অদম্য প্রয়াস
শাক দিয়ে মাছ ঢাকার নিগূঢ় প্রচেষ্টা  


উফঃ ! এখনও কুম্ভীরাশ্রু ঝরে পড়ে কপোল বেয়ে
তলদেশে তলিয়ে দেখেছি পলি,বালি,কাদা
সেখানেই বিচরণ করে রাঘব বোয়াল !
ভালুক জ্বরের গল্প এখন নাই বা বললাম


তবুও ময়নাতদন্তের দরকার পড়ে
যদিও মুখের সামনে কেউই আসেনা


শুধুই ভোটপাখি একটানা দিয়ে যায় শিষ
শেষ কথা বলে যায় ই.ভ.এম.এর সুইচ


যেখানে দিনে দিনে মানুষই বদলে যায়
সেখানে কি হতে পারে গণতন্ত্র খাঁটি ?