গদ্য ও পদ্য  (28-09-2018)
রণজিৎ মাইতি
--------------------
গদ্যের ভিতর লুকিয়ে থাকা পদ্য হাতড়ে বেড়াই
মোনালিসা হয়ে ওঠে রক্ত মাংসের পারমিতা
সেই কলেজ জীবন,ক্লাস রুম
বদলে যায় লুকোচুরি খেলার সংজ্ঞা


এদিকে জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা স্বপ্ন অনুরণন তোলে
কেউ বোঝে না সে  শব্দ বাক্য ভাষা
পদ্য গদ্য মিলেমিশে একাকার
শুধু আমি পারমিতা,পারমিতা আমি
নির্বাক ক্লাসরুম ডুকরে ডুকরে কাঁদে