গল্পের ভেতর গল্প(20-08-2019)
রণজিৎ মাইতি
-------------
স্বাধীনতার গল্প মানেই 15 ই আগস্ট,
পতাকা উত্তোলন,ছোলা মুড়ি অথবা সকালে  খগেনদার ভাজা গরম জিলিপি
শালপাতার ঠোঁঙায় ফাউ বোঁদে নিয়ে ফিরতে ফিরতে বিলিয়মান হাসি


যদিও পরদিন থেকে আবারও  গতানুগতিক;
দেশপ্রেমিক ও চেয়ার মাসতুতো ভাই
জানি কিভাবে গল্পের গরু চড়ে চড়কের গাছে
তবুু শুনি ও শোনাই;গর্বে ফুলে ওঠে আমাদের বুক


প্লিজ আজ আর শুনিও না তেমন গল্প যা আসলে আকাশকুসুম
প্রতিটি মানুষের মুখই তো তাঁর দেশ,দশের মানচিত্র।
কিভাবে ঢাকবে বলো শাক দিয়ে মাছ!
তাই সেখানেই খুঁজি দেশ তথা স্বাধীন মানচিত্র।
হাওয়ায় যতোই উড়ুক অই স্বাধীন পতাকা আজ পতপত করে
আমার মতো দেখি তুমিও নির্বাক