গন্তব্য
রণজিৎ মাইতি
--------------------
গহীন অরণ্য হতে আজ অনুনাদি সুর ভেসে এলো;
জলও নেচে উঠলো একান্ত ধ্রুপদী ছলো ছলো সুরে।
কতোদিন এই তান শোনেনি অনূপ,
মুগ্ধ বিষ্ময়ে তাই নেচে ওঠে ময়ূরের মতো তারও হৃদকবুতর।
ঠিক তখনই নেমে আসে শ্রাবণ সন্ধ্যা চাঁপাবনে,
হাসনুহেনার কচি ডালে শিস দেয় রাগপ্রিয় কোনো নক্রচর।


সেই সুর শুনে আমিও বাদলধারার মতো ভেসে ভেসে যাই;
গন্তব্য কেউ কি জানে? না জল,না জনস্রোত
উবে যাওয়ার আগে উদ্বায়ী কর্পূরও জানে না কোথা যাবে;
কোথা তার স্থান,কোথায় ফেলবে তার চারু পোক্ত নোঙ্গর
তবু আজীবন জলের মতোই--
মানুষকেও অনুনাদী সুরে ভেসে যেতে হয় অনন্ত অনন্তে!