গরম (23-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
গরম শুধু বেডরুমে নয়
বরং বাইরের হলকা বাড়ির হাওয়াকে করছে আরও বেশি উত্তপ্ত


এই ভরা বর্ষাতেও
ইলিশ মাত্র দেড় হাজার প্রতি কেজি
পমফ্রেটও তাই
সবজি নাগালের বাইরে
বালাই ষাট,গরিবের লইট্যা না নিহারিকা কি যেনো নাম
সেও মরুভূমির মরীচিকা


অবশ্য বাজার যে সম্পূর্ণ ফাঁকা তা নয়
কিছু মানুষ গাড়ি চড়ে আসে
গলায় চেন,চোখে গগলস্
ঝাঁ চকচকে শরীর থেকে উপচে ওঠে 'সুখ'


যদিও বাজারের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা সংখ্যা গরিষ্ঠ মানুষগুলোর চোখ বড়োই সকরুণ
ঠিক রাস্তার নেড়ি কুত্তাটির মতো
ঝুলে থাকা জিভেও অনবরত ঝরছে 'লালা' !


এইতো দিন কয়েক আগে তিয়াত্তর তিয়াত্তর করে সমস্বরে ফাটালাম গলা
প্রসেসনে পা মিলিয়ে সজোরে পেটালাম সেই জয়ঢাকও
বাজার গরম হলো,কিন্তু হায় স্বপ্নের শিশুটি রইলো আজও নাবালক !