গর্ত (23-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
যারা ইঁদুর গর্ত খুঁজছেন অথবা খুঁড়ছেন
তাদের নিষ্ঠা ও সততা নিয়ে প্রশ্ন রইলো


তোরা বোরার কথা খুব মনে পড়ছে
মনে পড়ছে আশ্রিতের ইতিহাস  


বুকের পাটা যার পাটাতন স্বরূপ
তিনি কখনও কি লুকিয়ে যান দ্বৈপায়ণ হ্রদে
বরং বুক চিতিয়ে লড়ে যান মহাত্মার মতো


যেখানে জয় আছে,পরাজয়ও আছে উল্টো পিঠে
তাই মনে হয় গর্তের ভাবনা ছেড়ে এখনই প্রয়োজন আত্মবিশ্লেষণ
ভুল কিছু শিক্ষা দেয়,চেনায় নিজেকে


আপনিও কি আপনার রথের সারথি?
কুরুক্ষেত্র রণাঙ্গনে একা কৃষ্ণ অর্জুন সারথি
ত্বরান্বিত জীবন যুদ্ধে  ভুলে ছিলেন মৃত্যুনদীটিকে !


আসলে মৃত্যু ভয় লড়াইয়ে ময়দান থেকে ঠেলে দেয় গুহার অন্দরে
ভুলে যাই রাস্তার গল্প সূর্যোদয় গোধূলির দিকনির্দেশক