ঘোলের গপ্প (25-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
'আঃ ঘোল খেতে কি যে ভালো লাগে;টক টক।
দুপুরে রোদ থেকে ফিরে পেল্লায় এক গ্লাস;কি আরাম,কি আরাম।
আর--
---- ফুটবল মাঠে যতো না দিয়েছি গোল;তারচে খেয়েছি ঢের ঢের বেশি।'


আমার সহজ সরল স্বীকারোক্তি শুনেই কাছের ভদ্রলোক বললেন---
'আহা গোবেচারা !
---বুক ফুলিয়ে বড়াই করার মতো কি আছে মশাই;  
---আপনি তো দেখছি সাধারণেরও সাধারণ।'


আমি অবাক হই,
অস্ফুটে বলে ফেলি--- 'মানুষের আবার সাধারণ অসাধারণ কি মশাই ?
---হচ্ছে ঘোলের আর গোলের গল্প।'


ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে করেন গভীর পর্যবেক্ষণ,
যেনো আমি কোনও ভিন গ্রহের আজব জীব !
তারপর ছুঁড়ে দেন গভীর শ্লেষাত্মক প্রশ্ন----
ঘোল তো অনেক খেয়েছেন মশাই;কিন্তু জীবনে কখনও কি কাউকে খাওয়াতে পেরেছেন ?
অথবা ঘোলা জলে মাছ ধরছেন কখনও ?


আমি সরল মনে ফ্যালফ্যাল তাকিয়ে থাকি,
মানুষটি কেটে পড়ার মূহুর্তে ফিচেল হাসিতে বুঝিয়ে গেলেন----
'আরে মশাই,ভালো করে সমাজটা চিনুন,জানুন।'