ঘোর কেটে গেলে(23-03-2018)
রণজিৎ মাইতি
--------------------
ঘোর কেটে গেলে বহুরূপীর সামনে দাঁড়াই
প্রকাশ্যে আসে প্রিজমের শরীরী রহস্য


মহাশূন্যে থেকে ধেয়ে আসা আলো ভেদ করে মেঘ,জলকনা
এক পশলা বৃষ্টির পর গাছের শাখায়,পাতায় পাতায় সে আলো ঝলমল করে
জোনাকির আলো ম্লান মনে হয় দিনের আলোয়
আগামীর শুভেচ্ছায় প্রতিকূলে হঠে যায় দিন
উত্তোরণ অবতরণ মেনে চলে সাম্যের নীতি


দিন শেষে রাত,রাত শেষে দিন
আলো আর কালো ঘুরেফিরে আসে
আমি যেখানে পুকুর কাটি তুমি এসে বানাও দালান
এভাবেই প্রিজমের শরীরী রহস্য থেকে জন্ম নেয় রামধনু রঙ