ঘুঘু ও ফাঁদ (03-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
গড়িমসি আসলে দীর্ঘসূত্রিতার নামান্তর
যতোই সুতো টেনে টেনে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করি
তখনও সময় তার মতো সামনে এগোয়


ভাবনার চরাচর ধোঁয়ার মতন
একদিন পিছু হটে যায়
কালে কালে মুছে যায় স্মৃতি
যদিও স্থিতিস্থাপকতা কিছু প্রশ্ন রেখে যায়


সীমা আর সীমাবদ্ধতা নিয়ে ফালতু ঝামেলা
এতো প্রচার এতো কোলাহল সব ম্লান মনে হয়
আজও উঠোনে চরে ঘুঘু,সংগোপনে রাখা আছে ফাঁদ


অধার্মিক আজও খেলে ধর্মের তাস
রাজনীতির মাঠে নেতাদের হাতে হাতে বিবি ও গোলাম