ঘুম পাড়ানি গান (31-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
ঘুম পাড়ানি গান শোনাতে শোনাতে----
একসময় নিজেই ঘুমিয়ে পড়ি
তখনও জানালা দরজা হাট করে খোলা
দেওয়াল জুড়ে ঘুরে বেড়াচ্ছে টিকটিকি


মায়ের কথা খুব মনে পড়ছে আর বাবা
ক্লান্তির ছাপ বোঝার বয়স আমার তখনও হয়নি
হাতের কাজ সেরে বিছানায় এলেই---
মেয়ের মতো গলা জড়িয়ে আমিও করতাম আবদারের পর আবদার
গল্প শোনাতে শোনাতে শুরু হতো বাবার নাসিকা গর্জন
যদিও তখনও আমার চোখ পিটপিট করছে


আলো কি এক চোখ থেকে আর এক চোখে এভাবেই সঞ্চারিত হয় ?
ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে দেখি---
দেওয়ালের টিকটিকিটি আজও প্রজননে মত্ত