ঘুম  (06-03-2018)
রণজিৎ মাইতি
- -------------------
জেগে ঘুমানোর কথা বলছি না,
যারা এভাবে ঘুমাতে চায় তাদের ঘুমাতে দিন।


এমনও তো দেখি,---
বাগানে দু-একটি গোলাপের আশায় দিন রাত একাকার করে।
ঘুমের চিন্তা মাথায় আসেনা।


হে অন্তেবাসী আমাকে একটা বাগান দাও,
ছুঁয়ে ছুঁয়ে দেখি গোলাপ,গোলাপের কাঁটা
আর নির্ঘুম রাত।


যদিও কাঁটার কথায় ছিপের অনুষঙ্গ এসে যায়।
ফাতনা নড়ছে,নড়েই চলছে
যেই ডুবে গেলো,এক হ্যাঁচকা টানে মাছ ডাঙায়।
ছটর পটর,ছটর পটর।খাবি খাচ্ছে জীবন ।
এবার শালা ঘুমাও,উদোম যৌনতা করো,বংশবিস্তার !


আসলে আমার গবেষণার বিষয় নিদ্রা আর অনিদ্রার নির্যাস।