গভীরতার কথাই ভাবছি(18-09-2018)
রণজিৎ মাইতি
--------------------
হাঁ,গভীরতার কথাই ভাবছি  
তলিয়ে যাওয়ার আগে মেপে নিই দৈর্ঘ্যে কতোটা
অম্লমিতি ক্ষারমিতি মেনে করি ঘনত্বের হিসেব----
টাইট্রেসান,ডেসিমেলপ্লেসে
নুনপোড়া বিস্বাদ জীবনও হতে পারে কতোটা আলুনি
প্রশান্ত মহাসাগর ? না,তারচে গভীর
হায়,অতলস্পর্শী এই মানস সরোবর !


ভেবে অবাক হই,একই বুকের গভীরে দু-দুটি বুক !
যেমন যমজশিশু বাস করে মাতৃ জঠরে
কখনও স্থিরচোখ নীলিমার নীলে
পরক্ষণেই হৃদয়সাগরে দেয় ডুব


তলের ভাবনায় আসে অতল শূন্যতা
আরও কতোদূরে সেই তল ?
মানুষের সীমা অই দিকচক্রবাল !
তারপর ? তারও পর----- ?
যে মানুষ অন্তর্মুখী নির্দ্বিধায় ঢুকে পড়ে ঘন অন্ধকারে
অন্ধকার কি তার কাছে উৎসারিত আলো ?


হিতাহিতবোধশূন্য,শূণ্যের খেলা এক নির্মল নেশা
যে মজেছে এ খেলায় জানে---
অবশেষে হতে হবে বেহিসেবি ফকির দরবেশ
যেমন লালন হয়েছে ফকির  
চোরাবালি আছে জেনে---
তবু ডুবে মরে,দৃশ্য থেকে দৃশ্যান্তরে
অসীম শূন্যতা  
খাঁটি রত্ন কোথাও কি আছে ?