গো  ল  ক  ধাঁ  ধা (19-11-2017)
র  ণ  জি  ৎ    মা  ই  তি
--------------------------------
গোল কোন কিছু দেখলেই----
সব গোলমাল হয়ে যায়
তালগোল পাকিয়ে যায় সমস্ত চিন্তা,ভাবনা

এই যে গোলের লক্ষ্যে মাঠে এতো ছোটাছুটি
হয়তো জড়িয়েছি বল জালে একদিন
তবু জীবন সায়াহ্নে এসে দেখি সব গোল,শূন্য
মাঝের সময় শুধু গোলমাল আর গোলাগুলি
ভাবলেই গা গুলিয়ে ওঠে,বমিবমি ভাব
যাকেই আপন ভাবি সরে যায় দূরে
এক মুঠো ভাতও দেয়না


শিয়রে বাটিতে আছে গঙ্গাজল
অন্তরজলি যাত্রার প্রথম সোপান
তবে কেন শুধু শুধু এ গোলকধাঁধায় ঘোরাঘুরি !