হে আর্কিমিডিস (06-03-2018)
রণজিৎ মাইতি
- ------------------
আর্কিমিডিস সাহেবকে বুড়ো আঙুল দেখিয়ে ভেসে থাকি মাঝে সমুদ্রে,
হাত পা ছড়িয়ে ভাসতে ভাসতে লাফ দিই ডলফিনের মতো।
আমার অস্থি মজ্জার ঘনত্ব কী কমে গেলো !
ভাসানের নিয়ম এখন হাস্যকর মনে হচ্ছে।


কখনও দিনে দুপুরে মাঝ আকাশে ভাসাতে ভাসতে ছুঁয়ে ফেলি চাঁদের মাটি,
বসি চেয়ার পেতে আরাম করে।
দখিনে হাওয়ায় ভাসিয়ে দিই হৃদয় তরী।


হে প্রিয় বিজ্ঞানী সবই সম্ভব,
যেমন লোহার টুকরো জলে ডোবে,জাহাজ ভাসে জলে।
দিবাস্বপের জোরে,মানুষও ফানুস হয়ে ভেসে যায় দূর কোনও গ্রহে।
অতকিমঃ কদলি প্রদর্শন করুন !