হংস ও পরমহংস(10-10-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি এক বিখ্যাত কবিকে বলেছিলাম আপনি ভীষণ ভালো লেখেন
কিন্তু আপনার স্বভাব মোটেই কবিসুলভ নয়;
তাজা গোলাপ দেখলেই আপনার চারু চোখ  চকচক করে
এবং ছিঁড়ে নিতে চায় রোমশ হাত চোখের নিমেষে
মাটির কথা লেখেন,অথচ মাটিকে 'মা' ভাবতে পারেন না
বরং 'সুন্দর' দেখলেই নোলা সুকসুক করে


চেনা কবি তখন খ্যাতির গরিমায় আমাকে তাচ্ছিল্য করেছিলো
অবশ্য আমিও তাকে বন্ধু ভাবতে পারিনি
পারিনি সমাজবন্ধু ভাবতে

আমি যেমন ঘোষিত প্লেবয় চিনি,তেমনই চিনি স্বঘোষিত কবি
চিনি বন্ধু ও শত্রুর ফারাক


জানি,কথাটি যেমন কবির ক্ষেত্রে সত্য
তেমনই একজন প্রখ্যাত অধ্যাপক উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার----
কেউই এই সত্যের বাইরে নয়


শুধু বলবো একবার সাহস সঞ্চয় করে আরশির দিকে তাকান
আয়নাই বলে দেবে কোনটি হিমসাগর ও কোনটা মাকাল
হংস ও পরমহংসের পার্থক্য