হারিয়েছি প্রকাশের ভাষা (18-11-2017)
রণজিৎ মাইতি
--------------------
প্রকাশের ভাষা নেই,
সবকিছু বোঝানো কি যায় ?
যে দিন হারিয়ে গেছে,যে রাত
কতোটা আলো ছিলো,কতো রঙ ছিলো ?
অনুভবে ভালোবাসা ছিলো


হিমোগ্লোবিন মেপে দেখি,রক্তে শর্করা আর নুন
রক্তচাপ বাড়ে কমে,টান পড়ে পায়ের পেশিতে
শুধু অনাল গ্রন্হিগুলো আছে আজও সক্রিয়


চোখের গভীরে দিঘি,ভরা আছে জল
থই থই দিঘি জল করে টলমল
হাওয়া বয়ে গেলে পরে দিঘির উপর
উপচে যায়,গাল ভেজে,চোখ ছলছল


কিছু ভাষা জলে লেখা,কিছু লেখা নুনে
ইরেজারে যায়না দাগ,থাকে মনের কোণে