হাসি-কান্নার ইতিবৃত্ত(06-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
নাহ্,কান্নার যৌগিক কোনও রঙই হয়না !
মখমলের মতো কেবল নরম সবুজ
স্বতন্ত্র ধর্ম কি আছে অথবা জাত ?
দেশ ও ভাষা ? সেও একটাই
গভীর যন্ত্রণা থেকে উঠে আসে দমকে দমকে
গাল বেয়ে নামে নোনা জল  
পুণ্যতোয়া মন্দাকিনী অমল ধবল


হাসি,সেও কি পবিত্র নয় ?
সুখের আবেশ থেকে উঠে আসে সারা অঙ্গ জুড়ে
হাত হাসে,পা হাসে
চোখ,মুখ আর রোমকূপ
সেখানেও ধর্ম নেই,জাত কিংবা রঙের ভিন্নতা
যিনি হাসে,যিনি কাঁদে তিনিই মানুষ

শুধু মায়াকান্না ও ক্রূরহাসি বুদ্ধির দাস
কোনও এক গোপন গুহায় নির্জনে করে বসবাস
সেই ভয়ঙ্কর গুহার রঙ কেউ কি জেনেছে ?