হতভাগা চাঁদ(15-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
আজও নির্মম পথের ধারে হতভাগা চাঁদ শুয়ে থাকে,মলিন পোশাকে কেউ,কেউ সম্পূর্ণ নাঙ্গা,আর পেটে আছে রাক্ষুসে ক্ষুধা,তবুও কাঁদে না চাঁদ,বুঝে গেছে হাভাতে মায়ের স্তন কোন কালে শুকিয়ে গিয়েছে,বৃথা টেনে টেনে দুজনেরই বুকে বড় ব্যথা।


বরং সবুজ গ্রহটিকে বিস্মিত চোখে ফ্যালফ্যাল দেখে,কোন গ্রহের দোষে তার এই দশা ! জানা নেই ।কোথাও মাতৃরূপে এতোটুকু পড়েছে কি ভাঁটা ? এখনও লাবণ্যে উজ্জ্বল সবুজ পৃথিবী

রাজা আসে রাজা যায়,অথচ রাস্তার ধারে
আজও বিষণ্ণ চাঁদ শুয়ে থাকে !