হয়না রহস্য ভেদ (13-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
ছায়ার ভেতর নেচে ওঠে অবাক পৃথিবী!
নেমে আসে ঝোরা ঢাল বেয়ে;
সে ছায়াকে মানুষ কি আজও চিনতে পেরেছে?
বরং সূর্য যতোই ঢলে পড়ে পশ্চিম দিগন্তে ততোই দীর্ঘ হয় ছায়া?


গোধূলির ম্লান রোদে তুর্কি নাচন নাচি কঠিন প্রশ্নে;
মানুষ কি সঙ্গম চায় নাকি সঙ্গমের শেষে আবেশিত ঘুম?
যদিও তখন বরফ শীতল দেহে হিমশৈল ভাসে


কে দেবে জবাব ?
তীব্র শৈত্যপ্রবাহ নামে শিরদাঁড়া বেয়ে ঝর্ণার মতোই;  
ঠকঠক কাঁপে হাঁটু জ্বরে;গা শিরশির!


তবু ছায়া ছুঁয়ে ফিরে আসি সেই ছায়াপথে;
কক্ষপথে ঘাম দিয়ে নেমে গেছে জ্বর।
মোহনার দিকে নদী যতোই এগোয় কদম কদম,
ততোই প্রশস্ত হয় চির চেনা তমসা নদীটি।


নক্ষত্রের দিকে চেয়ে ঋদ্ধ হতে হতে
একদিন রত্নাকরও হয়ে যান নিছক বাল্মীকি;  
হায়,হয়না রহস্য ভেদ সহজ প্রশ্নের !


অথচ আমি তুমি সঙ্গমেই ডুবি;
উফঃ আমরা সঙ্গমেই মরি !