হি  সে  ব (07-12-2017)
র ণ জি ৎ   মা ই তি
------
অক্ষরেখা দ্রাঘিমারেখায় ঘুরে ঘুরে---
দশমিকে হিসাব করি শেষের কালবেলা
এইট ডেসিমেল প্লেসে পোঁছাতে গিয়ে পৌঁছাই গ্রিনউইচে


শূন্যমাধ্যমে স্কাই ওয়াক করতে করতে----
পায়ের দিকে তাকাই
না কিছুই নেই
তলার মাটি সরে গেছে


বুকের দিকে তাকাই
কিছু ভাষা কি বোঝা গেলো ?
এক চিলতে আশ্রয় কি আছে বা প্রশ্রয় ?


উপত্যকা পেরিয়ে চলে আসি মুখের কাছে
কতো ডিগ্রি অক্ষাংশ কী জানি !
তবে মনের আয়না বলিনা
জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসছে লার্ভা
হিসেবে বসে ঘুরেফিরে আসছি শূন্যাঙ্কে
দেখছি মুখ ও মুখোশ দুই একাকার ।