জেগে ওঠে ঝাউবীথি(29-11-2018)
রণজিৎ মাইতি
---------------------
আমার চোখের তারায় জেগে ওঠে ঝাউবীথি নিবিড় প্রত্যয়ে
সরু,মিহি মিহি পাতা;ঝরে পড়ে মাথার উপরে
প্রেমকে কখনও কি পরাস্ত করা যায় ?
পৃথিবীর শ্রেষ্ঠ বলবান,শান্তির পথে পথ চলা
শান্ত সমাহিত,কবরের ভেতরও কথা বলে
কার সাথে কথা বলে ? অনন্ত জিজ্ঞাসা বুকে
বিমূর্ত প্রতিমা হলেও তার ছায়া বড়ো মায়াময়


এড়াতে চেয়েও পেরেছে কি কেউ ?
সে তরঙ্গে যার হৃদয় কখনও নেচেছে ক্ষণিক
সেই জানে,কিভাবে রয়ে যায় সেই রেশ লেখচিত্র রূপে,শিলালিপি হয়ে
মৃত তারা মৃত নয়,যেভাবে কলঙ্ক লেগে থাকে চাঁদের গায়ে
সেভাবেই আমার চোখের তারায় এই ঝাউবীথি,প্রত্যয়ে স্বাধীন
এই পৃথিবীতে প্রেমের অমরাবতী মানুষের বুক ছাড়া কোথাও দেখিনি
চোখ আর বুক সমার্থক,সহোদর ভাই