জন হেনরির কাব্য (17-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
ছেনি হাতুড়ি দিয়ে ঠুক ঠুক করে পাথর কাটেন মানুষটি
পেশি বহুল সুঠাম চেহারায় ছাপোষা শ্রমজীবীর ছাপ স্পষ্ট
ঘামে জ্যাবজ্যাবে শারীরিক ভূগোল


সেই মানুষটিই পেটের দায়ে খেতে খামারে রোপন করেন শস্যের বীজ
পেশার অহঙ্কারে যাদের মাটিতে পড়ে না পা
চেয়ারের উপর বসে পায়ে পা তুলে---
এক হাতে দেন কাজ,অন্য হাতে নেন অন্য কিছু
তেমন অহঙ্কার কখনও কি মানুষটির ছিলো ?


সেদিন ছেনি দিয়ে ঠুক ঠুক করে যা গড়লেন
আসলে তা সাক্ষাৎ মা মহামায়ার মুর্তি
চেতনায় জন্মদাত্রী,জগদ্ধাত্রী ও জন্মভূমি একাকার
সেই হাত পা নাক মুখ চোখ
ঘরে ঘরে মাতা রূপে,ভগিনী ও বধু রূপে তিনি বিরাজিতা
শিল্পীর হাত ধরে সাক্ষাৎ মা দশভূজা নেমে এলেন মর্ত্যে


যারা পাহাড় কেটে কেটে রাস্তা বানায়
খেতে খামারে ফলায় সোনার ফসল
পাথর খোদাই করে গড়েন মায়ের মূর্তি
তারা নিজেরাই জানেন না আসল কবি কে !


ভাস্কর শব্দের সংজ্ঞাও কি জানেন ?
আসলে নকল কবির ভিড়ে চাপা পড়ে যায়
জন হেনরির বুকফাটা দীর্ঘশ্বাস