জল (30-07-2020)
রণজিৎ মাইতি
-------------
উফঃ!স্রোত যতো সহজ সরল
ততো দামী আজও সেই জল


সেই জলে চাঁদ জাগরূক
দিনে রবি ছড়ায় ময়ূখ


বাষ্প তো উড্ডীন মায়া
তারও আছে ভৈরব কায়া


বরফ শীতল দেহে স্থির
এক দেহ নাম জল নীর


দ্রব হলে বহে কুলকুল
দুই তীরে ফোটে ভাঁটফুল


শত নামে যেমন গোপাল
জলদও স্বভাবে রাখাল


যেখানেই সবুজ অরণ্য
সেখানেই জলের লাবণ্য


জানি,শূণ্য কলসি বেশি বাজে
আনাড়ি কি লাগে কোনও কাজে ?


যেথা স্রোত শান্ত শীতল
ফোটে সেথা শ্বেত উৎপল


স্রোত যেথা সহজ সরল
সেথা ভাসে মিষ্টি পরিমল ।।