জানা অজানা  (16-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
মা বললো,---
          তোমার বাবারও ছিলো একই অভ্যাস


আমি জীববিদ্যার নাড়ি নক্ষত্র ঘেঁটে দেখলাম রক্ত নদীর ধারা
"আপেল বনের উপল ক্ষণে" দাঁড়িয়ে চিনে নিলাম সূর্যাস্তের বর্ণময় রঙ  
তারপর ডুব দিলাম ত্রিবেণী সঙ্গমে


গঙ্গা জলের পবিত্রতা নিয়ে রিসার্চ চলুক
এই যে রোজ শুনি গেলো গেলো রব
তা কি এক প্রজন্মের ফল ?


আম গাছে জামের গল্প থাক
জানি,আমি আমার বাবারই মতো---
খরাজ জমিতে রোপণ করেছি সুস্বাদু গোবিন্দভোগ
নবান্নের পিঠে পুলির সাথে এক বাটি পায়েসের লোভে


মা,যেটুকু তোমারও অজানা
তা ছেড়ে দিই আগামীর হতে !