জন্ম
রণজিৎ মাইতি
-------------
জন্মদিনে মা মাথার উপর হাত রেখে বলতেন,-
'বড়ো হ খোকা।'
বাবাও বলতেন,-
'মানুষের মতো মানুষ হও।'
এবং
আশপাশের গুরুজন যারা,
তারাও অভয়মুদ্রায় জোগাতেন সাহস।


আমিও সেই সাহসের সিঁড়ি বেয়ে
বড়ো হয়েছি শরীরে,
কিন্তু মননে কালকেঁউটের হিংস্রতা ও লোভ,
ঠিক ঐ পার্থের মতো।


অবশ্য বাবা-মা দু-হাত তুলে বলছেন-
'এই ঘটনায় আমাদের কোনো দোষ নেই;
আমরা কুঁড়ির জন্ম দিয়েছি,কিন্তু ফুল ফুটেছে আপন ইচ্ছায়!'


(28-10-22)