জন্ম-প্রস্তাবনা
রণজিৎ মাইতি
---------------
আজকাল কথাদের নড়নচড়ন ভীষণ বেড়ে গেছে;
তারা মোটেই স্থির থাকতে জানেনা!


তারা যেমন খিলখিল হাসে,কাঁদেও তেমনি।
আবার উদাত্ত কণ্ঠে
প্রকাশ্যে গায় আধুনিক।
অথচ বুকের গভীরে কোথাও ছিঁটেফোঁটা রোদ-বৃষ্টি নেই!


তাদের যতোই বলি মৌনী হও;
বরং কথার সাম্রাজ্যে দিন দিন বাড়ে মুখরতা!


সত্যি,আজকাল কথাদের নড়নচড়ন ভীষণ বেড়ে গেছে;
তুমি কি জানো না, বাকসংযমতার কথা লেখা ছিলো জন্ম-প্রস্তাবনায়?