জন্মবাদ
রণজিৎ মাইতি
--------------
যখন প্রসব হয় রাশি রাশি কবিতা,
বাসি ফুলের মতো যখন--
কবি সংখ্যা ছাড়িয়ে যায় কবিতার পাণ্ডুলিপি,
তখনই নিশ্চিত,--
এ সমাজ পাখ-পাখালির বাসযোগ্য নয়;
হিটলারের পুনঃর্জন্মে শুদ্ধসত্ব শিশুমুখ মলিন,পাংশুটে!
মানুষ তখনই বমন করে,
যখন গুরুপাক খাদ্যের ভার পাকযন্ত্র সামলাতে পারেনা।
মানুষ তখনই জানায় সুন্দরের দাবী
যখন অধরা-মাধুরী মানুষের নাগাল-রহিত।


জেনো,তখনই প্রসব হয় রাশি রাশি কবিতা;
যখন প্রসূতির কান্নার কাছে ম্লান প্রসব যন্ত্রণা।