জন্মকথা (11-11-2019)
রণজিৎ মাইতি
--------------------
আসলে আমার কাছে এগারো কোনও বিশেষ দিনই নয়
এসব তোমার ধরতাই,তোমাদের - - - -
কেক ও মিষ্টিতে ডাইনিং টেবিল সাজিয়ে যারা আনন্দ পায়


নদীর স্রোতের মতো মহা মহাকাল
গন্তব্য সাগরে
জল কি খণ্ডিত হয় ?
অথচ বছর মাস দিন ঘন্টা মিনিটে - - - -
আমরা খণ্ডিত করি বিমূর্ত সময়
একমুখী স্রোত তার অভিমুখ সম্মুখে
পেছনে তাকানোর কোনও দায় নেই,কিংবা প্রয়োজন
জন্মদিন মৃত্যুদিন এক স্থবির ভাবনা
কেউ কি মনে রাখে ঝরা বকুলের অথবা শিউলির শুভ জন্মক্ষণ


বরং ছুঁয়ে দেখি হেগেল হৃদয়
বিপুলা বারিধীর ক্ষুদ্র বাষ্পকণা
পরম ব্রহ্ম রূপে চক্রবৎ
একবার মাটি,পরক্ষণে অনন্ত আকাশে ঘনীভূত নবজলধর
ঝরে পড়ে টুপটাপ ব্রহ্মময়ী মাটি ভালোবেসে


তবে আমি কি মায়ের ছেলে !
কেন 'মা' বারবার 'বাবা' বলে ডাকেও আমায়?
কেন আমি আমার সন্তানে ডাকি মা মা বলে?
কোথাও একাকার দাদু আমি মেয়ে
রক্ত নদীর ধারা অমোঘ শাশ্বত,ঘাম রূপে বিন্দু বিন্দু ফুটে ওঠে চওড়া ললাটে
যেমন সময় বহে চলে নদীর মতোন
জন্ম নেই মৃত্যু নেই অনাদি অনন্তে তার গতি
তেমনই আমারও কোনও জন্মদিন মৃত্যুদিন নেই ।