জীবন ও সময় (08-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
সময়ের হাতে বন্দি হচ্ছে সময়
জীবন ঢাকা পড়ছে অন্ধকার চাদরে
আজও কি চিনতে পেরেছি আমার আমিকে ?


কাছের পেয়ারা গাছের ডালে
উড়ে এসে জুড়ে বসলো একটা চর্মচটক
করছে চিঁহিঁ চিঁহিঁ চিঁহিঁ
ভেসে আসছে কানে ঝিঁ ঝিঁর ডাক
এক বিচিত্র বিদঘুটে কর্কশ  আওয়াজ
খানখান করে দিচ্ছে রাতের নিস্তব্ধতা
সময় বন্দি হচ্ছে সময়ের কাছে


বুকে হাত দিয়ে বুঝতে পারছি সময় ও মৃত্যুর তফাত  
এখন হাতড়াচ্ছি কাছের মানুষটিকে
আসলে এতো অন্ধকারে নিজেকেই ঠাওরাচ্ছি
বেঁচে আছি কিনা বুঝতেও মাধ্যম লাগে
গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি
হামি দিতে গিয়ে সরিয়ে নিই মুখ
যদি বিরক্ত বোধ করে
যদিও জীবন ক্ষরিত হচ্ছে তরল সময়ে