জীবনের স্বপ্ন এঁকে যাই (18-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
ঘুমের ঘোরে আমি জীবনেরই স্বপ্ন দেখি
যারা প্রাণ হাতে নিয়ে ফেরে---
তাদের আকাঙ্ক্ষা এর বেশি কিছু নয়;
খাটি খাই,নুন ভাতে দিন চলে বেশ !
এর চেয়ে ভালো কিছু ভাবার সময়ও নেই।

যাদের প্রতিটি মুহূর্ত বাঁচে মৃত্যু চিন্তায়
তারা বোঝে জীবনের দাম কতো চড়া,
কতো দামি পথে পা ফেলা।
পথের প্রতিটি ঘাস,বুনো ফুল জানে
আর জানে ধুলো


ভাবার সময় নেই দিনের আলোয়
জীবন ও মৃত্যুর কতটা ফারাক  
তাড়িয়ে বেড়ায় কেউ অহরহ পিছে
সে কে তুমিও কি জানো ?
কুতূহল তাড়া করে,তবু সে ঘ্রাণ বড়ই দুরূহ
হয়তো ক্ষুধা আসে অশরীরী রূপ ধরে কাছে
ক্ষুধার মানচিত্রে মৃত্যু ঢুকে পড়ে  
তাই ছুটতেই হয় মৃত্যুকে পেছনে রেখে সামনে সামনে


একমাত্র অবকাশ রাতের বিছানা,টেনে নিয়ে যায় ক্লান্তি
আমি তো যাই না,দ্বিখন্ডিত হয় দেহ মন
এও এক গভীর মৃত্যু,মৃত্যুর আগাম মহড়া
জেনে শুনে বিষ পান করি,খুব ভালো লাগে
তাই আজও ঘুমন্ত চোখে জীবনের স্বপ্ন এঁকে যাই