যেদিকে দুচোখ যায়  (28-06-2020)
রণজিৎ মাইতি
-------------
বিশ্বাসভঙ্গের যন্ত্রণা বয়ে বেড়ানোর চেয়ে যেদিকে দুচোখ যায় চলে যাওয়া ভালো।
ঝরে পড়া পরিপক্ক বীজও অঙ্কুরিত হয় সরস তরুতলে


হৃদয়ও তো আসলে সুনীল আকাশ
মুক্ত বাতাসেই তার ভরে ওঠে বুক।


সুতরাং যেদিকে দুচোখ যায় চলে যাওয়া ভালো
যেনো,মনের আর এক নাম পার্থসারথি,যার চোখ কেবল সর্বব্যাপী প্রেমের আলোতেই চকচক করে!


#########


কবিতাটি প্রিয় কবি সোনালি পালের কবিতার মন্তব্যে লেখা ।তাই প্রিয় কবিকেই কবিতাটি উৎসর্গ করলাম ।